ইমরান আল মাহমুদ:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েস।
গতকাল সোমবার (৫ ডিসেম্বর) সকালে পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েসসহ প্রতিনিধি দল উখিয়া ট্রানজিট পয়েন্টে পৌঁছেন। সেখানে তিনি গুলিতে নিহত রোহিঙ্গা শীর্ষ নেতা মাস্টার মুহিব উল্লাহর পরিবারের সঙ্গে দেখা করেন এবং আলাপ করেন।
এরপর প্রতিনিধি দলটি উখিয়ার বেশ কয়েকটি ক্যাম্প ঘুরে দেখেন। এ সময় ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাসসহ একাধিক মার্কিন কর্মকর্তা তার সাথে ছিলেন।
মিয়ানমারের বাস্তুচ্যুত জনগোষ্ঠী রোহিঙ্গাদের জন্য পরিচালিত বিভিন্ন সংস্থার মানবিক কর্মকাণ্ডও পরিদর্শন করেন তারা।
৮ এপিবিএন সিনিয়র সহকারী পুলিশ সুপার(মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান,সোমবার সকালে প্রতিনিধিদল ক্যাম্প-৯ এর লার্নিং সেন্টার ঘুরে দেখেন। তাদের গমনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-