ইমরান আল মাহমুদ:
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কক্সবাজার আগমনকে স্বাগত জানিয়ে উখিয়া সদর স্টেশন ও কোর্টবাজার স্টেশনে পৃথক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৫ ডিসেম্বর) বিকেলে উখিয়া সদর স্টেশনে উপজেলা আওয়ামী লীগ, রাজাপালং ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে অনুষ্ঠিত স্বাগত মিছিলের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। স্বাগত মিছিলে রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাহউদ্দিন,উপজেলা যুবলীগ সভাপতি মুজিবুল হক আজাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
একইদিন বিকেলে কোর্টবাজার স্টেশনে উপজেলা আওয়ামী লীগ,রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা। এসময় রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আছহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আলমগীর, উপজেলা আওয়ামী লীগ নেতা সাংবাদিক রাসেল চৌধুরী,যুবলীগ সাধারণ সম্পাদক ইমাম হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান সহ ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিলোত্তর পথসভায় বক্তারা বলেন,”বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা মানবতার মা শেখ হাসিনার কক্সবাজার আগমণে আগামী ৭তারিখের জনসভায় সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। দেশের উন্নয়ন কর্মযজ্ঞের একমাত্র রোল মডেল বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে যিনি দাঁড় করিয়েছেন তিনি হচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণের মাধ্যমে দেশনেত্রীর জনসভা সফল করতে হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-