নির্বাচনের ১৫দিন পেরিয়ে গেলেও সরানো হয়নি কোর্টবাজার স্টেশনের পোস্টার

ইমরান আল মাহমুদ:
উখিয়া উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক স্টেশন কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি লি. এর কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয় গত ২০ নভেম্বর। ১৫দিন পেরিয়ে গেলেও এখনো স্টেশনে রয়ে গেছে বিভিন্ন পদের প্রার্থীদের পোস্টার। ফলে কোর্টবাজার স্টেশন যেনো পোস্টারের নগরীতে থেকেই যাচ্ছে।
সচেতন মহলের দাবি,স্টেশনের পূর্বের সৌন্দর্য ফিরিয়ে আনতে ব্যানার ফেস্টুন সরিয়ে নেওয়া দরকার। দ্রুত এসব পোস্টার সরানোর দাবি জানায় তারা।

সরেজমিনে দেখা যায়, ভালুকিয়া সড়ক,সোনারপাড়া সড়ক,মধ্য স্টেশন সহ সবখানে পোস্টার রয়ে গেছে।

দেওয়াল লিখন ও পোস্টার লাগানো(নিয়ন্ত্রণ) আইন-২০১২ এর বিশেষ বিধানের ৯ এর ২ অনুযায়ী, এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, উপ-ধারা (১) এ উল্লিখিত নির্বাচন ব্যতীত অন্য কোন নির্বাচনে, সংশ্লিষ্ট নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষ কর্তৃক সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের নিকট হইতে পূর্বানুমোদন গ্রহণ সাপেক্ষে, উক্ত স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত স্থান ও শর্তে, নির্বাচনী প্রচারণা সংক্রান্ত দেওয়াল লিখন বা পোস্টার লাগানো যাইবে।
তবে শর্ত থাকে যে, অনুমোদিত পোস্টার বা দেওয়াল লিখন নির্বাচন সম্পন্ন হইবার ১৫(পনের) দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃক অপসারণ বা মুছিয়া ফেলা না হইলে উক্ত ব্যক্তির বিরুদ্ধে ধারা ৬ এ বর্ণিত দণ্ড আরোপ করা যাইবে।

এ ব্যাপারে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সলিম উল্লাহ বলেন,”আমি নির্বাচনের পরেরদিনও বলে আসছি পোস্টার সরিয়ে ফেলার জন্য। সিএনজি সমিতির সাথেও সমন্বয় করে দুইজন শ্রমিক দিয়ে এসব ফেস্টুন সরানোর নির্দেশ দিয়েছিলাম কিন্তু এখনো সরায়নি। আবারও গতকাল নির্দেশ দিয়েছি তারা খুলে ফেলবে বলছিলো।”

কবে নাগাদ পোস্টার সরাতে পারে এ প্রশ্নের জবাবে তিনি বলেন,”গতকাল(শুক্রবার) বলছিলাম সরাতে,আজকে সরানোর কথা বলেছিলো তারা(সমিতির নেতৃবৃন্দরা)।

আরও খবর