ফেনী •
ফেনীতে ১১ হাজার ৭শ পিস ইয়াবাসহ মোঃমুসা (৫০)ও তৌহিদুল ইসলাম (২৪) নামে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদেরকে ফেনীর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিনের সহযোগিতায় ও পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমানের নেতৃত্বে ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার শান শাহ ফকির মাজার গেইট সংলগ্ন ব্রিজের পশ্চিম পার্শ্বে ছাগলনাইয়া গামী রাস্তার উপর অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-৩৩-২৩৫৪ নামে প্রাইভেটকার জব্দ করে তল্লাশি চালায় পুলিশ।
এসময় গাড়ির পিছনে রক্ষিত ১১ হাজার ৭শ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় জড়িত থাকায় কক্সবাজার চকরিয়ার বেজুলা গ্রামের শিকদার বাড়ির মৃত আব্দুল আজিজের ছেলে মুসা ও টেকনাফ সাববাং এলাকার মাস্টার জহির আহমেদের বাড়ির আমির হোসেনের ছেলে তৌহিদকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩৫ লক্ষ ১০ হাজার টাকা বলে সুত্র জানান।
ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-