রামু সেনানিবাসে ডার্ড গ্রুপের গলফ টুর্নামেন্ট সম্পন্ন

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

রামু সেনানিবাস গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজারে প্রথমবারের মতো ডার্ড গ্রুপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতাটি দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ডার্ড গ্রুপ কর্তৃক স্পন্সর করা হয় এবং এ টুর্নামেন্ট উপলক্ষে ১-৩ ডিসেম্বর পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৩ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল হতে ১১৫ জন পুরুষ এবং ১০জন নারী গলফার অংশ নেন।

প্রতিযোগিতায় শ্রেষ্ঠ গলফার হয়েছেন মিস্টার ইফতেখার আহমেদ চৌধুরী, শ্রেষ্ঠ গ্রস হন ক্যাপ্টেন মঞ্জুরুল হোসাইন, রানার্স আপ হয়েছেন লেঃ কর্নেল মোঃ সাহেদ হাসান রাজিব, শ্রেষ্ঠ নারী গলফার হয়েছেন আফরোজা হোসাইন।

সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মো. ফখরুল আহসান (বিএসপি, এনডিইউ, পিএসসি) প্রধান অতিথি হয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় ডার্ড গ্রুপের পরিচালক সিফাত আহমেদ চৌধুরী ও নজরুল ইসলাম সহ ডার্ড গ্রুপ এবং কক্সবাজার অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পর্যায়ের সেনা অফিসারগণ উপস্থিত ছিলেন।

আরও খবর