ইমরান আল মাহমুদ:
চলমান কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের জয় পরাজয় নিয়ে দেশের নানাপ্রান্তে ঘটছে বিভিন্ন ঘটনা। নিজ দেশে ভিনদেশের পতাকা নিয়ে উল্লাস ও গভীররাতে আতশবাজি ফোটানোর প্রতিবাদে মানববন্ধন করেছে উখিয়া উপজেলার শিক্ষার্থীরা।
শনিবার(৩ ডিসেম্বর) সকাল ১১টায় কোর্টবাজার আরব সিটি সেন্টারের সামনে বাংলাদেশের পতাকা হাতে এ প্রতিবাদ জানায় ছাত্রসমাজ।
কক্সবাজার সরকারি কলেজের অনার্সের ছাত্র শেখ মুজিবুর রহমান বলেন,”আমরা কখনো নিজ দেশের পতাকা নিয়ে মিছিল করিনি। সেখানে চলমান বিশ্বকাপে ভিনদেশ তথা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা হাতে মিছিল করে গভীররাতে আতশবাজি ফোটানো হয়। এতে মা-বোন সহ অনেকের ঘুম ভাঙ্গে আতশবাজির আওয়াজে। মাত্রাতিরিক্ত এসব আনন্দ উল্লাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিজয়ের মাসে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের পতাকা নিয়ে আগামী ১৬ ডিসেম্বর মিছিলে সবাই অংশ নিবেন সে প্রত্যাশা।”
স্বেচ্ছাসেবী সংগঠন হাসি মুখ ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত ইমরুল কায়েস অভি ও মোহাম্মদ সামী বলেন,”আমাদের নিজ দেশের ইতিহাস সম্পর্কে জানতে হবে এবং আগামী প্রজন্মকে জানাতে হবে। বাংলাদেশের বিজয় এসেছিলো ১৯৭১সালের ১৬ ডিসেম্বর। এ মাস পুরোটাই বিজয়ের মাস। তাই আমাদের মাসে দেশপ্রেমবোধ জাগ্রত হউক।”
মানববন্ধনে কক্সবাজার সরকারি কলেজের ছাত্র ইমরান আল মাহমুদ বলেন,”আমরা চাইলে নিজ দেশের প্রতি ভালোবাসা দেখাতে পারি। গভীররাতে ভিনদেশিদের খেলায় অতিরিক্ত আবেগী হয়ে আতশবাজির শব্দে কেঁপে উঠে চারপাশ। কিন্তু নিজ দেশের বিজয়ের মাসকে সামনে রেখে এসবের তীব্র নিন্দা জানাচ্ছি। সেইসাথে আগামী ১৬ ডিসেম্বর ছাত্র সমাজের বিজয় মিছিলে সবাইকে মিলিত হওয়ার আহ্বান করছি।”
এসময় মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সিনিয়র সহ সভাপতি কামাল উদ্দিন সোহাগ,হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রদল(দক্ষিণ) সভাপতি আব্দুল্লাহ আল মামুন,ছাত্রদের মধ্যে জাহেদ হাসান,রিফাত আলম,আল মাহমুদ সজীব,জিয়াউল করিম,ফরহাদ হাসান,মুনতাসির নাহিন,আল আমিন,আক্তার কামাল,আবছার, রবিউল সহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-