গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী •
মহেশখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের পূর্ব ঘোড়াপাড়া এলাকার মীর কাসেমের বাড়ির পুকুরে ডুবে ৩/৪ বছর বয়সী দুইজন শিশুর করুণ মৃত্যু হয়েছে।
২রা ডিসেম্বর শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
মৃত শিশুরা আলিফা (৩) পিতা শফি আলম ও তাহলিছা (৪) পিতা রিয়াজুল করিম।
এই ঘটনার বিষয়ে জানতে চাইলে মহেশখালী পৌরসভার ০৫ নং ওয়ার্ডেে কাউন্সিলর মনজুর আলম জানান, ২রা ডিসেম্বর শুক্রবার দুপুরে তাদের মায়েরা রান্নার কাজে ব্যস্ত ছিলেন শিশুরা বাড়ির পাশের উঠানে খেলতে ছিলেন পরে কাউকে না জানিয়ে মিরকাশেমের পুকুরে গোসল করতে নামে পরে বাড়িতে না আসায় খোঁজা শুরু করলে বাড়ির পাশে পুকুরে তাদের মৃত ভাসতে দেখেন।
পরে তাদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এই দুই শিশুর করুণ মুত্যুর ঘটনায় এলাকার শোক নেমে এসেছে।
উক্ত বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি প্রনব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর মৃত্যু নিয়ে তাদের পরিবারের অভিভাবকদের কোন অভিযোগ নেই। ভিকটিমদ্বয়ের পরিবার পরস্পর প্রতিবেশী।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-