ইমরান আল মাহমুদ:
হারামে কোনো আরাম নেই। হারাম জিনিসের ব্যবসা করলে তার নিজেরও ক্ষতি হয়। সে সাথে তার প্রভাবে পরিবারের সদস্যদেরও শান্তি হয়না। তাই হারাম বর্জন করতে হবে। গতকাল বৃহস্পতিবার রাতে উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ মনির মার্কেটে এক তাফসীর মাহফিলে এসব আলোচনা করেন ইসলামিক বক্তা তারেক মনোয়ার।
মুসল্লীদের উদ্দেশ্যে বয়ানে তিনি বলেন,”ইসলাম শান্তির ধর্ম। আমাদের নবী ও রাসূল(সাঃ) যা বলে গিয়েছিলেন আজ তা-ই বিজ্ঞান। সবাইকে ইসলামের রীতিনীতি মেনে ঈমানদার হিসেবে জীবনযাপন করতে হবে।”
তাফসীর মাহফিলে আরও আলোচনা করেন রাজাপালং এম ইউ ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, সিনিয়র আরবী প্রভাষক মাওলানা আবুল ফজল,রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ছৈয়দ আলম সিরাজী,মাওলানা শামসুল ইসলাম,পেশ ইমাম হাফেজ সানা উল্লাহ।
কুরআন তেলাওয়াত করেন শিশু ক্বারী জুনাইদ, মুশফিকুর রহিম ও আল আমিন।
সভাপতিত্বে ছিলেন রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহিব উল্লাহ।
প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহ আলম। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন আবু ছিদ্দিক সওদাগর ও নজরুল ইসলাম সহ গণমান্য ব্যক্তিবর্গ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-