সতিনের শিশু কন্যা হত্যার দায়ে কক্সবাজারে মহিলার যাবজ্জীবন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সতীনের আড়াই বছরের শিশু কন্যা হত্যার দায়ে পাশবিক এক মহিলাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। একইসাথে ১ লক্ষ টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ২ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

দন্ডিত আসামীর নাম : জান্নাতুল ফেরদৌস মুন্নী।

বৃহস্পতিবার ১ নভেম্বর কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। একই আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য জানিয়েছেন। অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন।

আরও খবর