হাসপাতাল চত্বর পরিষ্কার করলো শিক্ষার্থীরা!

কক্সবাজার জার্নাল ডেস্ক:
স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর পরিষ্কার করলো একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় বিডি ক্লিন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে ২০-২২ জন কলেজশিক্ষার্থী এ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন।

শিক্ষার্থীরা স্বাস্থ্য কমপ্লেক্সের ফুলের বাগান, সামনের সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার করেন। পরিষ্কারের পর পলিথিনের ব্যাগে ময়লা-আবর্জনা ভরে ডাস্টবিনে ফেলেন।

বিডি ক্লিনের অতিরিক্ত বিভাগীয় সমন্বয়ক সাঈদ হোসেন বলেন, শহরের সড়ক, কলেজ ক্যাম্পাস, হাসপাতাল কমপ্লেক্স, রেলস্টেশন, বাস টার্মিনালসহ জনগুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির বেশিরভাগ সদস্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

ঈশ্বরদীর বাসিন্দা আব্দুল আলিম মিঠু বলেন, ‘কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্ববোধে উদ্ধুদ্ধ হয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখার কাজ করে যাচ্ছেন। এটি দেখে আমার খুব ভালো লাগলো।”
জাগোনিউজ২৪

আরও খবর