উখিয়ার জাহেদ ঢাবি ছাত্রলীগের ব্যবসায় অনুষদে সিনিয়র সহ-সভাপতি মনোনীত

বার্তা পরিবেশক:

বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডায়নামিক ইউনিট ব্যবসায় শিক্ষা অনুষদ শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এ কমিটিতে উখিয়ার কৃতি সন্তান মো. জাহেদুল ইসলাম, ২ নং সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক এই কৃতি ছাত্রের ছাত্রলীগের সাথে যাত্রা শুরু হয়েছিল স্কুল জীবন থেকে সাবেক উখিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈয়দ মোঃ নোমানের হাত ধরে। মেধাবী এই ছাত্রনেতা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এস.এস.সি তে ১ম ও এইচ. এস. সি তে ২৩ তম হয়েছিলেন। জাহেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম চাহিদা পূর্ণ ডিপার্টমেন্ট – ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে উখিয়া ও টেকনাফ উপজেলার মধ্যে প্রথম স্নাতক ডিগ্রী অর্জন করেছেন। জাহেদ হাজী শামসুল আলম সওদাগর ও মাহফেলা বেগম দম্পতির কনিষ্ঠ সন্তান। তার পিতা মরহুম হাজী শামসুল আলম সওদাগর সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ ২২ বছর ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাহেদ বলেন, “ইতিবাচক রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষের জন্য কল্যাণকর কিছু করে মৃত্যুকে আলিঙ্গন করতে চাই। বঙ্গবন্ধুর সঠিক আদর্শের চর্চা করে বাংলাদেশকে এগিয়ে নিতে দেশরত্নের হাতকে শক্তিশালী করতে সর্বদা সচেষ্ট থাকবো।”

আরও খবর