গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী •
দ্বীপ উপজেলা মহেশখালীর প্রধান সড়কে সড়ক দুর্ঘটনায় ট্রাকচাপা পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছে।
নিহত ব্যাক্তির নাম সিরাজুল হক মানিক। সে মহেশখালী উপজেলার বড় মহেশখালী দেবাঙ্গাপাড়া এলাকার জৈনিক বাদশা মিয়ার পুত্র।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮ টায় মহেশখালী পৌরসভার সিএনজি স্টেশনের পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের পশ্চিম দিক থেকে বেপরোয়া গতিতে আসা মালবাহী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী মানিক কে চাপা দেয়।
এতে মারাত্মকভাবে আহত মানিকের শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা৷
আহত মানিক’কে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। চট্টগ্রাম নেয়ার পথে আহত মানিকের মৃত্যু হয় বলে জানান তার পরিবার। ঘাতক ওই ট্রাক’টি আটক করেছে স্থানীয়রা।
নিহত মানিক আবুল খায়ের কোম্পানির মহেশখালী উপজেলার একজন এস.আর হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়। তার মৃত্যুতে পরিবার ও স্বজন সহপাঠীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-