উখিয়ায় গৃহবধূ মনজুরা হত্যাকান্ডের রায় কাল : আসামী কারাগারে

ফারুক আহমদ •

উখিয়ার ভালুকিয়া পালং এলাকার গৃহবধূ ২ সন্তানের জননী মনজুরা বেগম (২৭) এর চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রায় আগামী ৩০ নভেম্বর বুধবার ঘোষণার দিন ধার্য্য রয়েছে। মামলার একমাত্র আসামী স্বামী সৈয়দ হোসেন জেলহাজতে রয়েছেন।

মামলা পরিচালনাকারী এডভোকেট খালেক নেওয়াজ জানান ইতিমধ্য বিজ্ঞ আদালতে থানার তৎকালীন অফিসার ইনচার্জ আবুল খায়ের মামলা তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর আনিসুর রহমান, ময়না তদন্তকারী ডাক্তার, চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী মহিলা মেম্বার আঞ্জুমানে ইয়াসমিন চৌধুরী মহিলা মেম্বার পুতুল রানী বড়ুয়া সহ ১৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছেন।

মামলায় এজাহার সূত্রে জানা যায়, উপজেলার রত্না পালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার লম্বাঘোনা গ্রামের মৃত সোনা আলীর পুত্র সৈয়দ হোছন গত ১/৬/২০১৭ ইং তারিখ তার নিজ স্ত্রী মনজুরা বেগমকে দিন দুপুরে ধারালো ছুরিকাঘাত করে খুন করে ।

এ ঘটনায় নিহতের পিতা ভালুকিয়া পূর্বকুল গ্রামের খুইল্যা মিয়া বাদী হয়ে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলার নম্বর ২/১৭ তারিখ ১/৬/২০১৭। ধারা ৩০২ ও ৩৪ দঃ বি।

পারিবারিক সূত্রে জানা যায় , স্বামী ছৈয়দ হোসেন পরকীয়া প্রেমে আসক্ত হয়ে অনৈতিক জীবন যাপনে লিপ্ত থাকে । এহেন অবৈধ কার্যকলাপের প্রতিবাদ করলে লম্পট স্বামী স্ত্রী মঞ্জুরা বেগমকে প্রায় সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। এক পর্যায়ে গত ১ /৬/২০১৭ ইং তারিখ পরিকল্পিত ভাবে ঠান্ডা মাথায় প্রচন্ড মারধর নির্যাতন ও তলপেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলে স্ত্রীর মৃত্যু হয়।

এদিকে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে উখিয়া থানার এসআই আনিসুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গত ২৮/৭/২০১৭ সালে ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকার দক্ষিণ খান থানা এলাকায় অভিযান চালিয়ে ঘাতক স্বামী ছৈয়দ হোসেন কে গ্রেফতার করতে সক্ষম হয়।

থানা সূত্রে জানা যায়, ঘটনাস্থল পরিদর্শন মামলার বাদী ও স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ এবং পারিপার্শ্বিক বিবেচনায় গত ২১/১২/২০১৭ ইং তারিখ মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আনিসুর রহমান বিজ্ঞ আদালতে চার্জসীট প্রদান করেন। জিআর ১৯৪/১৭।

মামলার বাদী নিহতের পিতা খুইল্যা মিয়া ইতিমধ্যে ২০১৮ সালে মারা গেছেন। ছেলে মোহাম্মদ আলী তার প্রতিক্রিয়ায় বোন মনজুরা হত্যাকাণ্ডে জড়িত আসামী খুনি সৈয়দ হোছনের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছেন।

অ্যাডভোকেট খালেক নেওয়াজ জানান, ৩০ নভেম্বর বুধবার বিজ্ঞ আদালতে মনজুরা বেগম হত্যাকাণ্ডের রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে।

আরও খবর