বাড়িতে ঢুকে রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা!

ইমরান আল মাহমুদ:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বাড়িতে ঢুকে গুলি করে এক রোহিঙ্গা নেতা(সাব মাঝি) কে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

আজ ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা ক্যাম্প-১২ এর এইচ-১৪ ব্লকের মনির আহমদের ছেলে সাহাব উদ্দিন(৩৫)। ঘটনার সত্যতা নিশ্চিত করে ৮এপিবিএর সিনিয়র সহকারী পুলিশ সুপার(মিডিয়া) মো. ফারুক আহমেদ বলেন,”আজ ভোরে রোহিঙ্গা সাব মাঝি হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে ৮এপিবিএন’র অভিযান অব্যাহত রয়েছে।”

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানায়,”ক্যাম্প-১২ তে রোহিঙ্গা নিহতের পর এসআই কাউসার হামিদ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। ঘটনাস্থল সহ আশপাশের এলাকায় পুলিশী টহল বৃদ্ধি করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।”

আরও খবর