লোহার তৈরি জাহাজ কীভাবে পানিতে ভাসে?

ইচ্ছেঘুড়ি ডেস্ক •

বিজ্ঞান সবচেয়ে মজার ধাঁধা। অনেক কঠিন সমীকরণ সহজ করে দেয় বিজ্ঞান।

যেমন লোহার তৈরি ভারী জাহাজ কীভাবে পানিতে ভাসে?

এর সহজ উত্তর জানিয়ে দেবে বিজ্ঞান। সাধারণত লোহা পানিতে ফেলামাত্র ডুবে যায়, কারণ পানির চেয়ে লোহা ভারী।

অপসারিত পানির ওজন কোনো বস্তুর ওজনের বেশি হলে তবেই সেটা পানিতে ভেসে থাকতে পারে।

লোহা দিয়ে তৈরি জাহাজ পানির ওপর ভেসে থাকে, কারণ তার ভেতরটা ফাঁপা রেখে তৈরি করা হয়।

আর জাহাজ এমন আকৃতির তৈরি করা হয়, যা প্রচুর পরিমাণে পানি অপসারণ করে সেই আকৃতির স্থান দখল করতে পারে।

জাহাজ যখন ভাসে তখন তার ওজন ডুবে থাকা অংশের মাধ্যমে অপসারিত পানির ওজনের সমান হয়। বাকি অংশ ওপরে থাকে, যা ডোবে না।

আরও খবর