মিয়ানমার থেকে আসা ভুট্টাবাহী জাহাজ থেকে বিদেশি হুইস্কি আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা।
সোমবার (২৮ নভেম্বর) MV MCL6 নামের জাহাজে রামেজিং করে ৬১ বোতল (৪২ দশমিক ৬৫ লিটার) হুইস্কি আটক করা হয়। এ জাহাজের সংশ্লিষ্ট শিপিং এজেন্ট চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের মাল্টিপোর্ট শিপিং লিমিটেড।
জাহাজটি রোববার (২৭ নভেম্বর) বাংলাদেশে আসে। এসব হুইস্কি জাহাজের ক্রু কনজাম্পশনের অতিরিক্ত অর্থাৎ ঘোষণা বহির্ভূত। আটক করা হুইস্কি কাস্টম হাউস চট্টগ্রামে জমা দেওয়া হবে এবং জড়িতদের বিরুদ্ধে দ্য কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দার একজন কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-