উখিয়ার পিআইওকে মারধর,জড়িতদের গ্রেফতার দাবিতে হলদিয়ায় মানববন্ধন!

ইমরান আল মাহমুদ:
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে পাহাড়খেকোদের হামলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন আহত হয়েছে।

গত শনিবার(২৬ নভেম্বর) সকাল ৮টায় পুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার পিআইও মামুন বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, সরকারি কাজ পরিদর্শনকালে পথিমধ্যে মাটিভর্তি ডাম্পার দেখলে থামানোর সংকেত দেয়। তখন মাটি পাচারের কারণ জিজ্ঞেস করলে তারা(ডাম্পারের লোকজন) প্রফেসর বেলালের নির্দেশে মাটি পাচার করতেছে বলে জানায় এবং কেউ কিছু করতে পারবেনা বলেও জানায়। কথাকাটাকাটির এক পর্যায়ে পিআইও ডাম্পার গাড়ির চাবি নিয়ে ফেললে বেলালের পরোক্ষ নির্দেশে হেলাল, জামাল উদ্দিন, সব্বিরসহ ১৫-২০ জন তাঁর ওপর হামলা চালায়। পাহাড়খেকো সিন্ডিকেটের হামলায় আহত মামুনকে স্থানীয়রা উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মামলার বাদী পিআইও মামুন জানায়,আমার উপর হামলাকারী পরোক্ষ হুকুমদাতা প্রফেসর বেলালসহ সবার দ্রুত গ্রেফতার দাবি করছি এবং পাহাড় কাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ ঘটনার প্রতিবাদে রবিবার(২৭ নভেম্বর) দুপুর ৩টায় হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করেছে চেয়ারম্যান সহ ইউপি সদস্যবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন,”পিআইও মামুনকে হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তার উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হউক। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করবে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ।”

মানববন্ধনে চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয়রা অংশ নেয়।

আরও খবর