নিজস্ব প্রতিবেদক:
পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় উখিয়ার এক স্কুলছাত্র আত্নহত্যা করেছে। উপজেলার রত্নাপালং ইউনিয়নের রুহুল্লারডেবা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাশিকুল ইসলাম তাশিক পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বলে জানা যায়।
রবিবার(২৭ নভেম্বর) দুপুর ৩টার দিকে নিজবাড়িতে সে আত্নহত্যা করে বলে জানা যায়। নিহতের পরিবারের বরাত দিয়ে সহপাঠী ও স্থানীয়রা জানায়,তাশিক পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত ছিলো এবং ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলো। নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্নহত্যা করেছে বলে জানায় তারা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত(৭ঃ৩৫টা) ঘটনাস্থলে পুলিশ আসেনি বলে স্থানীয়রা জানায়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-