কক্সবাজার জার্নাল ডেস্ক:
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে ডিজিএফআই কর্মকর্তা নিহত ও র্যাব সদস্য আহতের ঘটনায় ৬৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়েছে আরও ৩০-৩৫ জনকে।
শনিবার (২৬ নভেম্বর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মোহাম্মদ শাহজাহান জানান, গত বুধবার (২৩ নভেম্বর) মামলাটি করেন ডিজিএফআই কর্মকর্তা আনোয়ার হোসেন।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের তুমব্রু এলাকায় ডিজিএফআই ও র্যাবের যৌথ মাদকবিরোধী অভিযান চলছিল। এ সময় তাদের ওপর মাদক পাচারকারীরা হামলা চালায়। এতে এক ডিজিএফআই কর্মকর্তা রিজওয়ান রুশদী (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) নিহত ও এক র্যাব সদস্য আহত হন।
বাংলা ট্রিবিউন
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-