নবনির্বাচিত কমিটিকে এন আলম মার্কেট ব্যবসায়ীদের সংবর্ধনা!

বার্তা পরিবেশক:
কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি লি. এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের সংবর্ধনা দিয়েছে এন আলম মার্কেটের ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার(২৪ নভেম্বর) বিকেলে এন আলম মার্কেটে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্বাচিত সভাপতি খোরশেদ আলম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কেটের স্বত্বাধিকারী নুরুল আলম। তিনি বলেন,”কোর্টবাজার হচ্ছে উপজেলা তথা দক্ষিণ কক্সবাজারের একটি ব্যস্ততম বাণিজ্যিক স্টেশন। এবারের ভোটে নির্বাচিতরা সমিতির সদস্যদের কল্যাণ ও সার্বিক সহযোগিতা করে সদস্যদের পাশে থাকবে সে আশা ব্যক্ত করছি।”

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত সহ সভাপতি মোহাম্মদ হাসেম,সাধারণ সম্পাদক আব্দুর রহমান, অর্থ সম্পাদক মুহিব উল্লাহ, সদস্যদের মধ্যে
আমিন উল্লাহ(ভুট্টো,মোহাম্মদ শাহ ইসহাক,শরীফ মাহমুদ শাহজাদা, মনজুর আলম, মো. জাকারিয়া প্রকাশ কালু সওদাগর, মহিউদ্দিন সুমন,মাহমুদুল হক ও মুসলিম উদ্দিন।

এসময় এন আলম মার্কেট ব্যবসায়ীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিতরা।

আরও খবর