জরুরি কথা আছে বলে ডেকে কিশোরীকে ধর্ষণ

কক্সবাজার জার্নাল ডেস্ক:
দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়িতে ঢুকে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে রিপন হোসেন (২৫) ও শাকিল হাসান (২২) নামের দু’জনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সাতপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে বুধবার (২৩ নভেম্বর) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা। মামলায় দুই যুবকের নাম উল্লেখ করা হয়েছে। রিপন উপজেলার সাতপাড়া গ্রামের ছহুর আলীর ছেলে ও শাকিল একই এলাকার হারেজ আলীর ছেলে।

কিশোরীর স্বজনরা অভিযোগ করেন, মঙ্গলবার ভুক্তভোগী কিশোরীর বাবা-মা তার নানি বাড়ি বেড়াতে যান। রাতে সেখানেই তারা থেকে যান। ওই সময় কিশোরী বাড়িতে একাই ছিল। রাত আনুমানিক দেড়টার দিকে স্থানীয় দুই যুবক জরুরি কথা আছে বলে দরজা খোলার অনুরোধ জানায়। তাদের পরিচয় নিশ্চিত হয়ে কিশোরী ঘরের দরজা খুলে বাইরে আসে। তখন ওই দুই যুবক বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে ঘরে প্রবেশ করে। এরপর দুজনের মধ্য এক যুবক কিশোরীকে ধর্ষণ করে। ঘটনার পরপরই ভুক্তভোগী কিশোরী তার বাবা-মাকে সবকিছু জানায়।

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই তারা পালিয়েছেন। অভিযুক্তদের গ্রেফতারে বিভিন্ন চেষ্টা চলছে বলেও জানান তিনি। কিশোরীকে পরীক্ষার জন্য দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলা ট্রিবিউন

আরও খবর