ইমরান আল মাহমুদ:
ডিজিটাল কন্টেন্ট তৈরি ও মাল্টিমিডিয়া ক্লাসরুম বিষয়ক পাঁচদিনের প্রশিক্ষণ পেলো উখিয়ার ৩০জন শিক্ষক। পাঁচদিন ব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয় ১৭ নভেম্বর। ২২ নভেম্বর সমাপনী দিনে উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০জন শিক্ষককে ডিজিটাল কন্টেন্ট তৈরি করে পাঠদান ও শিক্ষার্থীদের ডিজিটালাইজেশনের প্রতি উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ প্রদান করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার বলেন,”উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০জন শিক্ষককে পাঁচদিনব্যাপী ডিজিটাল কন্টেন্ট তৈরি ও মাল্টিমিডিয়া ক্লাসরুম বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের ডিজিটাল কন্টেন্ট তৈরি করে সহজে পাঠদান সম্পন্ন করতে পারবে। এতে করে শিক্ষার্থীরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে প্রযুক্তির সাথে সংযুক্ত হয়ে ভবিষ্যতে অনেক দক্ষতা অর্জন করতে পারবে। ফলে শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি পাবে।”
এদিকে,১৭ নভেম্বর থেকে শুরু হওয়া পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয় ২২নভেম্বর। উপজেলার স্যাটেলাইট শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-