জাঁকজমকপূর্ণ বিজয় দিবস উদযাপনে উখিয়া উপজেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

ইমরান আল মাহমুদ:
বিজয় মানে আনন্দ, বিজয় মানে উল্লাস। বাঙালি জাতির কাছে ডিসেম্বর মাস অনেক তাৎপর্যপূর্ণ। প্রতিবারের ন্যায় এবারও মহান বিজয় দিবস করবে উখিয়া উপজেলা প্রশাসন। দিবসটি জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বুধবার(২৩ নভেম্বর) দুপুর ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব। তিনি বলেন,”সবার মাঝে দেশপ্রেম থাকতে হবে। ডিসেম্বর মাসেই বাঙালি বিজয় পেয়েছিলো। তাই এবারের আয়োজন অন্যান্য বছরের চেয়ে জাঁকজমকপূর্ণভাবে করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মহান বিজয় দিবস উদযাপনের জন্য ‘বিজয় দিবস উদযাপন কমিটি’গঠন করা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, চিত্রাংকন প্রতিযোগিতা,কুচকাওয়াজ,ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত, প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।”

সভায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন,একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম, সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন,মুক্তিযোদ্ধা পরিমল বড়ুয়া,উখিয়া অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক জসিম আজাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,আওয়ামীলীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও খবর