কক্সবাজার জার্নাল ডেস্ক:
দেশের প্রতিটি স্তরে দুর্নীতি হচ্ছে। প্রশাসনিক কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বেঁধেছে। তাই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে দুর্নীতি প্রতিরোধে শপথ অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতারা এসব কথা বলেন।
সোমবার (২১ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সরকারি কার্যভবন-২-এ দুদক কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় দুদক কর্মকর্তারা ছাড়াও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা শপথ নেন।
কমিটির নেতারা বলেন, রাষ্ট্রের বড় বড় দুর্নীতির মূলোৎপাঠনের মাধ্যমে কমিশন মানুষের আস্থা অর্জন করতে পারলে মাঠ পর্যায়েও দুর্নীতিবিরোধী মনোভাব জন্ম নেবে।
তারা আরও বলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রত্যেক সদস্যদের নিজেদের সততা ও নিষ্ঠার মাধ্যমে মাঠ পর্যায়ে সচেতনতামূলক অনেক কাজ করার সুযোগ রয়েছে। বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে দুর্নীতিবিরোধী সচেতনতা কার্যক্রম চালানোর মাধ্যমে শিশু শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী মনোভাব জাগ্রত করার সুযোগ রয়েছে। এছাড়া স্থানীয় মাঠ পর্যায়ের সরকারি দপ্তরগুলোতে দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরিতে কাজ করতে পারে।
এজন্য সভায় উপজেলা পর্যায়ের কমিটিগুলোকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেওয়া হয়।
দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক নাজমুচ্ছায়াদাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-পরিচালক আতিকুল আলম, সহকারী পরিচালক ফজলুল বারী, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম কমু। সহকারী পরিচালক নুরুল ইসলামের সঞ্চালনায় সভায় কমিশনের চট্টগ্রামের বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা আলোচনায় অংশ নেন। পরে সভাপতি উপস্থিত সবাইকে দুর্নীতি প্রতিরোধী শপথ পাঠ করান।
জাগোনিউজ২৪
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-