রোনালদোকে নিয়ে চিন্তার কিছু নেই!

কক্সবাজার জার্নাল ডেস্ক:
ফুটবল বিশ্বকাপ শুরুর আগে পিয়ার্স মর্গানকে দেওয়া সাক্ষাৎকার হইচই ফেলে দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের পতুর্গিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। যার রেশ এসে পৌঁছায় কাতারেও। সবকিছু ছাপিয়ে প্রচার মাধ্যমগুলোর আগ্রহের কেন্দ্রে চলে আসে একটি বিষয়, রোনালদো এবং তার বিস্ফোরক সাক্ষাৎকার। বিশ্বকাপ প্রস্তুতির বদলে রোনালদোকে নিয়ে প্রশ্নে জর্জরিত টিম পর্তুগাল। বলা হচ্ছিল, পর্তুগাল টিমের মনযোগে ব্যাঘাত ঘটতে পারে এতে।

যদিও সেসব আশঙ্কা উড়িয়ে দিয়েছেন রোনালদোর জাতীয় দলের সতীর্থ রুবেন নেভেস। তার মতে, ক্রিশ্চিয়ানো রোনালদো এবার বিশ্বকাপে বেশ ভালোভাবে প্রস্তুত রয়েছেন।

নেভেস বলেন, আমি রোনালদোকে ট্রেনিং এ দেখেছি। তাকে নিয়ে চিন্তার কিছু নেই। তিনি বেশ ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছেন। রোনালদো এসব বিষয় নিয়ে একদম দুশচিন্তা করেছেন না, আমরা আমাদের প্রস্তুতি বেশ ভালো করেই নিচ্ছি।

বিতর্কিত ওই সাক্ষাৎকারে ম্যানইউ কোচ এরিক হাগ টেন, ক্লাব কর্তৃপক্ষ এবং সতীর্থদের সমালোচনা করেছিলেন রোনালদো। ক্লাবের তরফে জানানো হয়েছে, যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ শুরু করেছে ক্লাব।
বাংলা ট্রিবিউন

আরও খবর