প্রিজন ভ্যান থেকে পালানো রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী মজিয়া উখিয়া থানা পুলিশের জালে!

ইমরান আল মাহমুদ:
উখিয়া থেকে কক্সবাজার নেওয়ার মাঝপথে প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গা আসামি মজিবুল আলম প্রকাশ মজিয়াকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।

শনিবার(১৯ নভেম্বর) রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত শ্বাসরুদ্ধকর অভিযানে বালুখালী এলাকা থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।

তিনি জানান,গত ১২ অক্টোবর কক্সবাজার নেওয়ার পথে পুলিশের প্রিজন ভ্যান থেকে পালিয়ে যায় রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী মজিবুল আলম প্রকাশ মজিয়া(২৮)। তার বিরুদ্ধে উখিয়া থানা মামলা রয়েছে, যার মামলা নং-৬২/১৩২১। এ ঘটনার পর থেকে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারে তৎপরতা বৃদ্ধি করে উখিয়া থানা পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলা পুলিশ সুপার ও উখিয়া সার্কেল এএসপি’র নির্দেশে বালুখালী এলাকায় টানা সাত ঘন্টা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান ও কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

আরও খবর