ডেস্ক রিপোর্ট •
বান্দরবানের তুমব্রু সীমান্তে মাদকবিরোধী অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত ডিজিএফআইয়ে কর্মরত বিমানবাহিনীর কর্মকর্তা রেজওয়ান রুশদির দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা এলাকায় চক্ষু হাসপাতাল চত্বরে তাকে দাফন করা হয়।
নিহত রেজওয়ান রুশদি রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর গ্রামের ডা. আব্দুল মতিনের ছেলে। ৫ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে ঢাকা ক্যান্টেনমেন্টে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকাল সোয়া ৩টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তার মরদেহ পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হয়। সেখানে বিমানবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এসময় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমানসহ বিমানবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার মৃত্যুর খবর জানায় আইএসপিআর। এ ঘটনায় আহত হয়েছেন এক র্যাব সদস্য।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-