কক্সবাজারে প্রকাশ্যে দিবালোকে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

নিজস্ব প্রতিবেদক •

পূর্ব কলাতলী চন্দ্রিমা আবাসিক এলাকায় প্রকাশ্যে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত যুবক শহরের ঝরঝড়ি পাড়া আবদুল জব্বারের ছেলে মো ইউসুফ (২২)।

গতকাল রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ ফটোগ্রাফার ছিলেন বলে জানা যায়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মোঃ সোহেল (২৫) কে আটক করেছে।
ইউসুফের বড় ভাই ছেয়দ আহমেদ জানান, কয়েকদিন আগে একটি মুদির দোকানের সামনে ইউসুফ ও সোহেলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে সোহেল তার ভাইকে দেখে নেবে হুমকি দেয়। আজ ঘরে ফেরার সময় চন্দ্রিমা আবাসিকের বুড়া মিয়ার চায়ের দোকানের সামনে তাকে ছুরি দিয়ে নির্মমভাবে খুন করে।
স্থানীয়রা জানান, সোহেল উশৃংখল প্রকৃতির ছেলে। সে প্রায় সময় ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে সমাজ কমিটিতে বহু অভিযোগ আছে। সে আরও হত্যা মামলার সাথে জড়িত। কিছুদিন আগে সে জেল থেকে ছাড়া পায়।

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় সোহেল নামে একজন আটক করা হয়েছে। ঘটনার সাথে যারা জড়িত তাদের ধরতে পুলিশ কাজ করছে।
এদিকে সোহলকে আটক করে নিয়ে আসার সময় পুলিশের গাড়ি লক্ষ করে ইটপাটকেল ছুঁড়ে। এসময় তিনজন পুলিশ আহত হয়েছেন বলে জানা যায়।

আরও খবর