উখিয়ায় মালিকবিহীন ৯০হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার!

ইমরান আল মাহমুদ:

কক্সবাজারের উখিয়ায় মালিকবিহীন ৯০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(৩৪বিজিবি) সদস্যরা।

রবিবার(১৩ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ৩৪বিজিবি অধিনায়ক কর্ণেল মো. মেহেদী হোসাইন কবির।

তিনি জানান,১৩ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী গুরা মিয়ার ঘেরে অভিযান চালিয়ে অতিকৌশলে ঘাসের ভিতর লুকানো পরিত্যক্ত অবস্থায় ৯০হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

তিনি আরও জানান,৩৪বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে চৌষট্টি লক্ষ পঞ্চাশ হাজার চারশত বাষট্টি পিস বার্মিজ ইয়াবা, ১৪ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ৩হাজার ৩শ ২৩ গ্রাম ওজনের ২৪টি স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ ৯৪ জন আসামী আটক করতে সক্ষম হয়েছি। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও খবর