দুই বৃহত্তর সমিতির নির্বাচন: ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে কোর্টবাজার

ইমরান আল মাহমুদ:
উখিয়া উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক স্টেশন কোর্টবাজারে ১৮ নভেম্বর ও ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে দুই সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। নির্বাচন ঘিরে ব্যানার পোস্টারে ছেয়ে গেছে পুরো স্টেশন। চলছে নির্বাচনী উৎসবের আমেজ।

জানা যায়,আগামী ১৮ নভেম্বর কোর্টবাজার-উখিয়া ফোর স্ট্রোক সিএনজি মালিক ও চালক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লি. এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমবায় অফিস কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে,উপজেলার একমাত্র বৃহৎ ও ব্যস্ততম বাণিজ্যিক স্টেশন হিসেবে পরিচিত কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি লি. এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর।

সিএনজি সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেখা যাচ্ছে। ভোটারসহ সাধারণ মানুষের মতে,ঘোড়া প্রতীকের আরাফাত হোসেন চৌধুরী ও চেয়ার প্রতীকের এনায়েত উল্লাহ চৌধুরী টিটুর মধ্যে তুমুল ভোটের লড়াই হবে। তার মধ্যে ভোটারদের ভোট নিয়ে যে সংখ্যাগরিষ্ঠতার মধ্যে থাকবে সে-ই বিজয়ী হবে। আরাফাত হোসেন চৌধুরী দীর্ঘদিন ছাত্র রাজনীতি ও বিভিন্ন সামাজিক কাজের সাথে সম্পৃক্ত ও তার পারিবারিক সুনামের দিক দিয়ে সর্বত্র তার নাম শুনা যাচ্ছে বলে জানায় তারা। অন্যদিকে,এনায়েত উল্লাহ চৌধুরী টিটুও চৌধুরী বংশের একজন হিসেবে এবং সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। যার ফলে এ দুজনের মধ্যে তুমুল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বলে ধারণা সাধারণ মানুষসহ সকলের।

সাধারণ সম্পাদক পদে খেজুর প্রতীক নিয়ে শরীফ মাহমুদ চৌধুরী ও আনারস প্রতীকে নেজাম উদ্দিন লড়ছেন। এ পদেও তুমুল ভোটের লড়াই চলবে বলে মনে করছেন সিএনজি মালিক ও চালকরা।

অন্যদিকে,কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি লি. এর সভাপতি পদে লড়ছেন পাঁচজন। তারা হলেন দেয়াল ঘড়ি প্রতীকের আব্দুল মাজেদ,চেয়ার প্রতীক নিয়ে খোরশেদ আলম বাবুল,চাকা প্রতীক নিয়ে বেলাল হুসাইন সাঈদী,ঘোড়া প্রতীক নিয়ে জসিম উদ্দিন ও ছাতা প্রতীক নিয়ে মাওলানা রহমত উল্লাহ।
সাধারণ সম্পাদক পদে লড়ছেন দুইজন। তারা হলেন, আব্দুর রহমান(প্রজাপতি) ও মোহাম্মদ হোসন(মাইক) প্রতীক নিয়ে।

সাধারণ ভোটারদের মতে,যারা নির্বাচিত হবেন সমিতির মানোন্নয়ন ও অর্থ রক্ষা সহ যেকোনো বিপদ আপদে পাশে থাকবে বলে প্রত্যাশা তাদের।

কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি লি. এর নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আব্দুল মাজেদ বলেন,”আমি বরাবরই প্রহরীর মত সবসময় সবার পাশে থেকেছি। ভবিষ্যতেও সমিতির সদস্যদের অর্থের নিরাপত্তা বিধান সহ অধিকার আদায়ে সবোর্চ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ্‌।

সভাপতি প্রার্থী খোরশেদ আলম বাবুল বলেন,”আমি নির্বাচিত হলে ডিজিটাল সমিতিতে রূপান্তর করবো। সকলের দোয়া কামনা করছি।”

সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুর রহমান বলেন,”আমি বর্তমান সাধারণ সম্পাদক হিসেবে সমিতির সদস্যদের কল্যাণে কাজ করেছি। পুনরায় নির্বাচিত করলে সকল সদস্যদের সহ সমিতির মানোন্নয়নে কাজ করে যাবো।”

মোহাম্মদ হোসেন সাধারণ সম্পাদক পদে লড়ছেন সমিতির পরিবর্তনের অঙ্গীকার নিয়ে। সমিতির সম্মানিত সদস্যদের আমানত ও স্বার্থ এবং হক সু-রক্ষার জন্য, এমনটি জানিয়েছেন তিনি।

অন্যদিকে,ফোর স্ট্রোক সিএনজি মালিক ও শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লি. এর নির্বাচনে সভাপতি প্রার্থী আরাফাত হোসেন চৌধুরী বলেন,”সমিতির সদস্যদের জন্য মৃত্যুফান্ড করবো। সদস্যদের যেকোনো বিপদ আপদে পাশে থাকার অঙ্গীকার নিয়ে সবার দোয়া ও ভোটারদের ভোট প্রত্যাশা করছি।”

সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরীফ মাহমুদ চৌধুরী বলেন,”আমি দীর্ঘদিন যাবত সমিতির নেতৃত্ব দিয়ে আসছি। নির্বাচিত হয় বা না হয় সমিতির সদস্যদের বিপদ আপদে সবসময় পাশে থাকবো।”

এদিকে,কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি লি. এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে ৫জন,সহ সভাপতি পদে ২জন,সাধারণ সম্পাদক পদে ২জন,অর্থ সম্পাদক/কোষাধ্যক্ষ পদে তিনজন ও সদস্য পদে ২২জন লড়ছেন।

সিএনজি সমিতিতে সভাপতি পদে ৫জন,সহ সভাপতি পদে ৩জন,সাধারণ সম্পাদক পদে ২জন ও সদস্য পদে ১৩জন লড়ছেন।

আরও খবর