গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফ থানা পুলিশ সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী এক সন্ত্রাসী আটক করেছে। এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ,১টি ম্যাগজিন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
ধৃত সন্ত্রাসী হচ্ছে, টেকনাফ সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড নাজিরপাড়া এলাকার মো.ইউনুছ’র পুত্র আব্দুল আমিন প্রকাশ জিসান (২৫)।
সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী থানার চৌকষ অফিসার ইন্সেপেক্টর অপারেশন আব্দুর রাজ্জাক, এসআই সাজ্জাদ সজিব ও এএসআই সাখাওয়াত’র নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল ১২ নভেম্বর(শনিবার) বিকাল ৫টার দিকে সদর ইউনিয়ন নাজিরপাড়া এলাকা থেকে বিদেশী পিস্তল, গুলি,ম্যাগজিনসহ উক্ত সন্ত্রাসী ধৃত করতে সক্ষম হয়।
এসময় আটক আসামীর ব্যবহৃত কালো রংয়ের একটি পার্সাল মোটরসাইকেলও জব্দ করা হয়।
ওসি বলেন, আটক অপরাধী দীর্ঘদিন ধরে অত্র এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডে চালিয়ে আসছিল। অবশেষে পুলিশ সদস্যরা তাকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য কক্সবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হবে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-