ইমরান আল মাহমুদ:
‘খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল’- এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজার সমুদ্র সৈকতের উখিয়ার সোনারপাড়া পয়েন্টে বীচ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সোনারপাড়া খেলোয়াড় সমিতির আয়োজনে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের নক আউট পর্বের খেলা চলমান রয়েছে।
শুক্রবার(১১ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত খেলায় অংশ নেয় দুইটি দল। খেলার নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ম্যাচ ট্রাইবেকারে গড়ায়। এতে চেংছড়ি ফুটবল একাদশকে ৪-৩ গোলে হারিয়ে জয়লাভ করে রুমখাঁ মনি মার্কেট ইয়ং স্টার সোসাইটি। খেলায় প্রধান অতিথি ছিলেন খুনিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল্লাহ বিদ্যুৎ। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী সালাহউদ্দিন কাদের,উখিয়া উপজেলা টমটম মালিক ও শ্রমিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি ছলিম উল্লাহ বাহাদুর প্রকাশ সেলিম সহ অন্যান্য ব্যক্তিবর্গরা।
খেলা পরিচালনা করেন জেলা রেফারীজ এসোসিয়েশনের অভিজ্ঞতা সম্পন্ন রেফারি সালেক সোহেল। সহকারী হিসেবে মোহাম্মদ সালাম ছিলেন।
খেলা শেষে বিজয়ী দল রুমখাঁ মনি মার্কেট ইয়ং স্টার সোসাইটির গোলরক্ষক মোহাম্মদ ইয়াছিনকে ম্যান অব দ্য ম্যাচ তুলে দেওয়া হয়। এদিকে,প্রথম ম্যাচে বিজয়ী হওয়ায় টুর্নামেন্ট পরিচালনা কমিটি সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-