কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির নির্বাচনে মনজুরের দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক •

কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির নির্বাচনে পরিচালক পদে সমিতির ভোটারদের ভোট ও সকলের দোয়া চেয়েছেন সমিতির পরিচালক প্রার্থী মনজুর আলম।

সকলের দোয়া চেয়ে তিনি বলেন, উখিয়ার বাণিজ্যিক ষ্টেশন কোটবাজারের ব্যবসায়ীদের অধিকার আদায়ে পাশে থাকার জন্য সমিতির অনান্য সদস্যদের আগ্রহে পরিচালক পদে মাছ প্রতিকে নির্বাচন করছি। অতিতেও সমিতির বিভিন্ন কাজে তাদের পাশে ছিলাম। ভবিষ্যতেও সমিতির সদস্যদের ব্যবসায়ীদের নিরাপত্তা বিধান সহ অধিকার আদায়ে সবোর্চ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ্‌ । আমি সমিতির সকল সদস্যসহ ব্যবসায়ী মহলের নিকট দোয়া কামনা করছি।

মনজুরের আলমের শুভাকাঙ্ক্ষী জাহেদুল ইসলাম বলেন, কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির লিঃ এর নির্বাচনে নতুন চমক মনজুর আলম। সে সকলের প্রিয়, দায়িত্বশীল ও অমায়িক একজন মানুষ। পরিচালক পদে প্রচার প্রচারণায় সবচেয়ে এগিয়ে ছোট্ট বড় সকলের প্রিয় মনজুর আলম। সাধারণ ভোটারদের মুখে মুখে শুনা যাচ্ছে সে বিপুল ভোটে জয়লাভ করবে। দোয়া রহিলো সেই গুঞ্জন যেনো বাস্তবে পরিণত হয়। সে নির্বাচিত হলে সমিতির উন্নয়নে ভূমিকা রাখবে।

আরও খবর