ইমরান আল মাহমুদ:
উখিয়ায় হোটেল রেস্টুরেন্টে ভেজাল রোধে মাঠে নেমেছে প্রশাসন।
মঙ্গলবার(৮ নভেম্বর) বিকেলে মরিচ্যা বাজারের দুইটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহ আহমদ।
তিনি জানান,উখিয়ায় ভেজাল বিরোধী অভিযানে নেমে মরিচ্যা বাজারের দুইটি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গের দায়ে ২টি রেস্টুরেন্ট ও ৩টি দোকান থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দোকান ও রেস্টুরেন্টের মালিককে সচেতন হতে ও স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। পরবর্তীতে উপজেলার সকল স্টেশনে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-