সংবাদ বিজ্ঞপ্তি •
উখিয়ার সোনারপাড়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি সির্বাচিত হয়েছেন সোনারপাড়া বাজার, হিমছড়ি ও গর্জনিয়া বাজারের ইজারাদার, বিশিষ্ট সমাজ সেবক, তরুণ রাজনীতিবিদ, শিক্ষানুরাগী হাফেজ এইচ এম জসিম উদ্দীন।
৫ নভেম্বর (শনিবার) সকাল ১১টার দিকে উখিয়ার মাধ্যমিক শিক্ষা অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুল আলম। উক্ত নির্বাচনে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন তিনি।
নবনির্বাচিত সভাপতি হাফেজ জসিম উদ্দিন বলেন,সোনারপাড়া দাখিল মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই মাদ্রাসা শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন ও সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-