সরকার কোনো কিছুর দাম বাড়ায়নি: স্বাস্থ্যমন্ত্রী

কক্সবাজার জার্নাল ডেস্ক:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, এই সরকার কোনো কিছুর দাম বাড়ায়নি। বিশ্ব বাজারে দাম বেড়েছে বলে বাংলাদেশে বেড়েছে। কারণ তিনগুণ দাম দিয়ে (বাইরে থেকে) কিনতে হচ্ছে এবং সবকিছুর খরচও তিনগুণ বেড়েছে।

শনিবার (৫ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের গড়পাড়ায় ৯টি ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুভ্র সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, পৌরসভা হচ্ছে জেলার ড্রয়িংরুম। কাজেই ড্রয়িংরুমের দিকে খেয়াল রাখতে হবে। পৌরসভার একটা দক্ষ ও শক্তিশালী সংগঠনই পারে পুরো জেলাকে নিয়ন্ত্রণ করতে। সুতরাং আমাদেরকে পৌরসভার দিকে খেয়াল রাখতে হবে।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সহ সভাপতি আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম-সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম প্রমুখ।
জাগোনিউজ২৪

আরও খবর