মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ইংরেজি দৈনিক ডেইলী স্টার এর স্টাফ রিপোর্টার, বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রহমান নাসির উদ্দিন এর মাতা আয়েশা খাতুন আর (৮০) নেই।
শনিবার ৫ অক্টোবর রাত ১২ টা ১০ মিনিটের দিকে কক্সবাজার শহরের বাহারছরাস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
মরহুমার নিকটাত্মীয় ও কক্সবাজার সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আয়েশা খাতুন বাহারছরার মৃত অছিয়র রহমান মিস্ত্রীর সহধর্মিণী। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত ছিলেন। আয়েশা খাতুন মৃত্যুকালে ৩ পুত্র ও ২ কন্যা সন্তান রেখে যান।
জানাজা :
শনিবার ৫ নভেম্বর জোহরের নামাজের পর বাহার ছরা জামে মসজিদ মাঠে মরহুমা আয়েশা খাতুনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক জানিয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-