ইমরান আল মাহমুদ:
কক্সাবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং কোর্টবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৫০হাজার পিস ইয়াবাসহ দুইজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৫ সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক(ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী। তিনি জানান,বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোর্টবাজারের আলিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনে পাকা রাস্তার পাশে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত প্রথমজন থেকে ৩০হাজার পিস ইয়াবা ও ২নং ব্যক্তি হতে ২০হাজার পিস ইয়াবাসহ ৫০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলো,রাজাপালং ইউনিয়নের তুলাতলী এলাকার মো. নুর আলমের ছেলে মো. আব্দুস সালাম (২৭) ও ইসলাম মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ (৪০)। আটককৃতদের তথ্যমতে,আভিযানিক দল পৌঁছার খবরে একই এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে সৈয়দ আলম (২৮) পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট তাদের নিজ হেফাজতে রেখেছিলো বলে জানায়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-