টেকনাফে নবাগত ওসির ৪ ঘন্টার অভিযান: ২২ আসামী গ্রেফতার!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


টেকনাফ থানা পুলিশের সাঁড়াশী অভিযানে এক রাতেই বিভিন্ন অপরাধে অভিযুক্ত ২২ আসামী গ্রেফতার।

থানা সুত্রে জানা যায়, গ্রেফতার হওয়া ব্যাক্তিদের মাঝে মানবপাচার, অপহরণ ,চুরি, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীও রয়েছে।

২ নভেম্বর (বুধবার) ভোর রাত থেকে সকাল ৮ ঘটিকা পর্যন্ত । মাত্র ৪ ঘন্টার ব্যবধানে এই ২২ জনকে ধৃত করতে সক্ষম হয় পুলিশ। সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ ওসি আব্দুল হালিম।

তিনি বলেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম
(পিপিএম-বার) এর নির্দেশক্রমে,অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল মো. শাকিল আহমেদ (বিপিএম), সার্বিক তত্ত্বাবধানে আমরা এই বিভিন্ন মাৃলার পলাতক ও বিভিন্ন অপরাধে অভিযুক্ত এই ২২ জনকে আইনের আওতাই নিয়ে আসতে সক্ষম হয়। আটক ব্যক্তিরা হচ্ছে, হায়দার আলী (৩৬), আব্দুল জলিল (২৫), মোঃ ইউনুছ (১৯), আনোয়ারা সাদেক প্রকাশ সেলিম (২০), আবুল হোসেন (২১), নুরুল আমিন(২০), মো.ছলিম (২১), মো.ইব্রাহীম,জসিম উদ্দিন (২৬), জাফর আলম(২৮), মোঃ জাকারিয়া (২৭), সানজিদা বেগম, লাল মিয়া (৪৮), জালাল উদ্দিন (৩০),আরফাত উদ্দিন (১৯),আক্তার হোসেন(৩৪), মো.ইউসুফ (৩৩),কামরুল ইসলাম (৩২),ধল্যা মিয়া, সুলতান বতাইশা (৪০) ও মো.আব্দুর রহমান (৩০)।

তিনি আরো বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য কক্সবাজার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

টেকনাফের আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখার পাশাপাশি মাদক,মানব পাচার,সন্ত্রাস প্রতিরোধে পুলিশ সদস্যদের সাঁড়াশী এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

আরও খবর