চট্টগ্রাম •
কৃত্রিম পা লাগিয়ে তার ভিতরে করে ইয়াবা পাচারের সময় মো. আবদুর নুর সোহেল (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩১ অক্টোবর) নগরের শাহ আমানত সংযোগ সেতু এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মো. আবদুর নুর সোহেল কক্সবাজারের চকরিয়া থানার বটতুলিয়া পাড়ার মৃত কবির আহমদের ছেলে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতু এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নুর সোহেলের কৃত্রিম পায়ের মধ্যে লুকিয়ে রাখা ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য প্রতিরাধ আইনে মামলা করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-