কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে উখিয়া থানা পুলিশ ও শাহপুরী হাইওয়ে পুলিশের পৃথক কর্মসূচি অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ,উখিয়া:
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে উখিয়া থানা পুলিশ ও শাহপুরী হাইওয়ে পুলিশের পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৯ অক্টোবর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে এক র‍্যালি বের করে উখিয়া থানা পুলিশ ও কমিউনিটি পুলিশ। এসময় উপস্থিত ছিলেন উখিয়া থানার ওসি(তদন্ত) বিপুল চন্দ্র দে,উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার সহ থানা পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তাবৃন্দ।

অন্যদিকে,উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সকাল সাড়ে ১১টায় এক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাইওয়ে পুলিশের কম্পাউন্ডে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম। তিনি বলেন,”পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। জনগণকেও পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পুলিশ হবে জনগণের বন্ধু। তাই সড়ক দুর্ঘটনা রোধ সহ সকল অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করুন।”

আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজাপালং ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন। তিনি বলেন,”প্রতিবছরের ন্যায় এবারও কমিউনিটি পুলিশিং ডে পালিত হচ্ছে। সড়ক দুর্ঘটনা রোধ সহ চালকদের আরও দক্ষ হয়ে আইন মেনে চলতে হবে। একজন ইউপি সদস্য হিসেবে পুলিশকে সার্বক্ষনিক সহযোগিতা করে যাবো। অপরাধ দমনে জনগণকে আরও এগিয়ে আসতে হবে। গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন।”

এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা টমটম মালিক ও শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লি. এর সভাপতি ছলিম উল্লাহ বাহাদুর, পুলিশের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় জনসাধারণ।

আরও খবর