আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ।
তারই ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে নাইক্ষ্যংছড়ি থানায় অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে নাইক্ষ্যংছড়ি থানা প্রাঙ্গন থেকে র্যালী শুরু করে নাইক্ষ্যংছড়ি এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে থানা কম্পাউন্ডে এসে এ র্যালী শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাইক্ষংছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই শ্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামিলীগ নাইক্ষ্যংছড়ি উপজেলার সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামিলীগ নাইক্ষ্যংছড়ি উপজেলার সাধারণ সম্পাদক ও দৌছড়ি ইউপির চেয়ারম্যান মোঃ এমরান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউপির চেয়ারম্যান,মেম্বার ,কমিউনিটি পুলিশিং ফোরামের বিভিন্ন পদের সদস্য, নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ কর্মকর্তারা, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্যে অনুষ্টানের সভাপতি ও নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহাজাহান সবাইকে শুভেচ্ছা জানিয়ে কমিউনিটি পুলিশিং ডে-এর বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও সচেতনতামূলক বক্তব্য প্রদান করেছেন।
তিনি আরও বলেন, নাইক্ষ্যংছড়ির আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে। সেই সঙ্গে পুলিশিং সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে, পুলিশকে সহায়তা করতে সকলের নিকট সহযোগীতার আহবান জানিয়েছেন।
প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ তার বক্তব্যে বলেন, পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন। পুলিশের নানা সীমাবদ্ধতা থাকা সত্তেও পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে। আপনারা নির্দ্বিধায় যে কোন বিষয় পুলিশকে সবসময় অবহিত করবেন।
তিনি আরও বলেন, জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে সুন্দর নাইক্ষ্যংছড়ি গড়া সম্ভব। এছাড়াও তিনি ন্যায় পরায়নতার সাথে কাজ করে সুন্দর পুলিশিং ব্যবস্থা গড়া সম্ভব বলে মন্তব্য করবেন
উক্ত আলোচনা সভায় বক্তারা চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, নারী নির্যাতন প্রতিরোধে ভুমিকা পালনের জন্য কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার পরামর্শ প্রদান করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-