টেকনাফের আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামি করিম উল্লাহ গ্রেফতার!

নিজস্ব প্রতিবেদক:
টেকনাফের নয়াপাড়ার চাঞ্চল্যকর বিকাশ এজেন্ট আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামী করিম উল্লাহকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ সদস্যরা।

শুক্রবার(২৮ অক্টোবর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী।

তিনি জানান,গত ১৭ অক্টোবর টেকনাফের বিকাশ এজেন্ট আব্দুর রহমানকে নৃশংসভাবে হত্যা করে। এরপরের দিন ১৮ অক্টোবর নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। পরে বিষয়টি মিডিয়ায় প্রকাশিত হলে সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর থেকে র‍্যাব-১৫ সদস্যরা আসামি গ্রেফতারে অভিযান শুরু করে। সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় সাবরাং নয়াাপাড়া এলাকার মকতুল আহমদের ছেলে করিম উল্লাহ(৩২) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরও খবর