মুকুল কান্তি দাশ,চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ফিলিং স্টেশন এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নুরুল ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তিনি পাবর্ত্য বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের আশরাফপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। নুরুল পেশায় কৃষক।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে নুরুল ইসলাম ব্যক্তিগত কাজে চকরিয়া পৌরশহরে যান। কাজ শেষে বেলা ১১টার দিকে মোটরসাইকেল চেপে বাড়ি ফিরছিল।
মোটরসাইকেলটি হারবাং ইউনিয়নের উত্তর হারবাং এলাকায় পৌঁছালে কক্সবাজারগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়ক থেকে ছিটকে পড়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ ও পরিদর্শক মুর্শেদুল আলম ভূঁইয়া বলেন, ‘বেলা ১১টার দিকে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যায়।
ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতের লাশ বিনা ময়নাতদন্তে দাফন করতে পরিবারের পক্ষ থেকে আবেদন করেছে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-