নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ায় কর্মসৃজন প্রকল্পের নাম করে অন্যের ভোগদখলীয় জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে।
গত ২২ (অক্টোবর) শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য ওই জমি দখলের নেতৃত্বে রয়েছে বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে।
গত রোববার উখিয়া থানায় একটি লিখিত
অভিযোগ করা হয় এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবরও একটি অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন ভুক্তভোগী আবুরাব উদ্দিন।
ভুক্তভোগী আবুরাব উদ্দিন জানান, আমার প্রতিবেশী আবদুল হাই ও তার পুত্র ইউনুস মিয়া, মুফি মিয়া, সিরাজ মিয়া, ফিরোজ মিয়াদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে তারা আমার পরিবারের উপর হামলা করলে কক্সবাজার আদালতে মামলা দায়ের করি এবং এতে তারা আরো ক্ষিপ্ত হয়ে আমার বসতবাড়ির সীমানায় প্রবেশ করে জমি দখলের জন্য চেষ্টা করলে আমার পরিবারের সদস্যরা তাদের বাধা দিলে আমার স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করে।
পরবর্তীতে ওই ঘটনায় আমি বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করি। যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
এতে তারা আরো বেশী ক্ষিপ্ত হয়ে স্থানীয় ইউপি সদস্যকে উৎকোচ দিয়ে হাতে নিয়ে সন্ত্রাসী বাহিনী ও কর্মসৃজনের কাজ করা শ্রমিকদের দিয়ে পূর্ব পরিকল্পিতভাবে আমার বসত ভিটার ঘেরা ও গাছ কেটে ফেলে আমার চলাচলের পথ দিয়ে রাস্তা নির্মাণের কাজ করে। অথচ রাস্তা নির্মাণের জন্য উত্তর পার্শ্বে পর্যাপ্ত জায়গা থাকার পরেও আবদুল হাই-দের কথামতো আমার বসত বাড়ির উপর রাস্তা নির্মানের চেষ্টা করে। এতে বাঁধা প্রদান করতে আসলে আমার স্ত্রী-সন্তানদের এলোপাতাড়ীভাবে মারধর করে এবং মেরে ফেলার হুমকিও প্রদান করে।
সরেজমিনে দেখা যায়, কর্মসৃজনের শ্রমিকদের নিয়ে যে রাস্তা করা হচ্ছে তা আবুরাবের বসত ভিটার উপর। যা নির্মাণ হলে আবুরাব আর পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় থাকব।
তাই আবুরাব নিরুপায় হয়ে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধির হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে ইউপি সদস্য নুরুল হক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় চেয়ারম্যানের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি তিনি অবগত নই। সরেজমিনে খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-