সিত্রাংয়ের তাণ্ডবে ধসে পড়ল মেরিন ড্রাইভ

টেকনাফ অফিস •


ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধ ও মেরিন ড্রাইভ সড়কের একপাশ ধসে পড়েছে। একই সময়ে উপজেলার কয়েক’শ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে সিত্রাংয়ের তাণ্ডব থামার পর আশ্রয়কেন্দ্রে থাকা স্থানীয়রা বাড়িতে ফিরতে শুরু করেন।

এর আগে সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে শাহপরীর দ্বীপ ও সাবরাংয়ে মেরিন ড্রাইভ সড়কের একপাশ ধসে পড়ে। এছাড়া সমুদ্রের পানির উচ্চতা ৭-৮ ফুট বৃদ্ধি পাওয়ায় সেন্টমার্টিনের অধিকাংশ স্থানে পানি উঠে যায়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এরফানুলক হক চৌধুরী জানান, ঘূর্ণিঝড়ে সেন্টমার্টিন-শাহপরীর দ্বীপে বেশকিছু ঘরবাড়ি ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে। সকালে আশ্রয়কেন্দ্রে থাকা ১৫ হাজার মানুষ বাড়ি ফিরে গেছেন।

সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় দ্বীপের অনেক জায়গায় পানি উঠে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শাহপরীর দ্বীপের মেম্বার আবদুস সালাম বলেন, অতিরিক্ত জোয়ারের কারণে নাফ নদের তীরে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে। দ্বীপের আরও দুটি গ্রামে অর্ধশতাধিক ঘরের চাল-টিন উড়ে যাওয়ার খবর পেয়েছি। এছাড়া বেড়িবাঁধও ক্ষতিগ্রস্থ হয়েছে।

আরও খবর