সাইক্লোন শেল্টারে আশ্রিতদের মাঝে কোস্ট ফাউন্ডেশনের সুপেয় পানি এবং শুকনো খাবার বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি •

ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে কক্সবাজারে সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সাইক্লোন শেল্টারে আশ্রিতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কোস্ট ফাউন্ডেশন।

মাল্টিজার ইন্ট্যারন্যাশনাল এর অর্থায়নে কোস্টের সহকারি পরিচালক ও কক্সবাজার আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সোমবার (২৪ অক্টোবর) রাতে অসহায় নারী পুরুষদের মাঝে খাবার ও পানীয় বিতরণ করা হয়। এসময় মোহাম্মদ ইউনুস, কোস্টের জুররী রেসপন্স টিমের সদস্যসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর আলম জানান, কক্সবাজারে ঘূর্ণিঝড় সিত্রাং এর ৭নং বিপদ সংকেত চলছে। জেলা প্রশাসকের নির্দেশক্রমে জেলার বিভিন্ন সাইক্লোন শেল্টারে ঝুঁকিপূর্ণ পাহাড় ও উপকূলীয় অঞ্চল থেকে হাজারো মানুষকে সরিয়ে আনা হয়েছে। প্রতিবারের ন্যায় কোস্ট ফাউন্ডেশন শুকনো খাবার ও সুপেয় পানি নিয়ে সবার আগে পৌঁছে গেছে সাইক্লোন শেল্টারে আশ্রিত মানুষের পাশে।

আশ্রিত প্রায় ৪০০ পরিবারের মাঝে সুপেয় পানিসহ বিভিন্ন শুকনো খাবার বিতরণ করা হয়।

কোস্ট এই সময় স্থানীয় জেলা প্রশাসন এবং পৌরসভা, আইন শৃঙ্খলা বাহিনী, উন্নয়ন সংস্থা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে রিলিফ বিতরণ নিশ্চিত করে। কোস্ট ফাউন্ডেশন সকলকে তাদের মানবিক কাজে সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও খবর