গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফের প্রবাল দ্বীপ সেন্টমার্টিন সাগর উপকুলে ভেসে এলো হাজার কোটি টাকা মুল্যমানের বিশাল আকারের কন্টেইনারবাহী একটি বিদেশি জাহাজ। জাহাজটি বর্তমানে সেন্টমার্টনের ছেঁড়াদ্বীপে আটকা পড়েছে।
২৪ অক্টোবর (সোমবার) ১টার দিকে বিদেশী এই জাহাজটি স্থানীয়দের চোঁখে পড়ে।
তথ্য নিয়ে জানা যায়, ভেসে আসা জাহাজটিতে কোন নাবিক ছিলোনা। জাহাজটির উপরের অংশ খোলা এবং অনেক কন্টেইনার,অন্যান্য প্রয়োজনীয় মালামালও রয়েছে।
তাদের দাবী তাৎক্ষনিক ভাবে যদি সংশ্লিষ্ট প্রশাসনের কেউ এগিয়ে না আসলে জাহাজে থাকা গুরুত্বপূর্ণ মালামাল গুলো লুটপাট হতে পারে।
দ্বীপের বাসিন্দা রহিম উল্লাহ নামে এক যুবক জানান, ঘূর্ণিঝড় সিত্রাং’র কবলে পড়ে জাহাজটি উপকুলে ভেসে এসেছে।
তবে জাহাজটি কোন দেশের সেটাও বুঝতে পারছি না।
এ ব্যাপারে সেন্টমার্টিন ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, একটি বিদেশি জাহাজ ভেসে এসেছে উক্ত খবরটি স্থানীয়রা আমাকে জানানোর পর দ্বীপে কর্মরত পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনকে অবহিত করেছি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-