মোঃ ইমরান হোসাইন, উখিয়া •
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এনজিও গাড়ির ধাক্কায় তসমিন আরা নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ওয়ান ডাব্লিউ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গাড়ির ধাক্কায় মৃত্যুবরণ করা তাসমিন আরা এফ-৪ ব্লকের জাকির হোসেনের মেয়ে। সে নুরানী মাদ্রাসার শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাড়ির কাছে রাস্তার পাশে খেলছিলো শিশুটি। এসময় দ্রুত গতিতে আসা এনজিও সংস্থা আরটিএমের একটি গাড়ির ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে আশেপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
ক্যাম্পের মাঝি রফিক বলেন, গাড়িটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-