গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফের আলোচিত সেই নির্মম হত্যাকান্ডের শিকার ৭ বছর বয়সী শিশু আলো হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী নজরুলকে অবশেষে এলাকাবাসীর সহযোগীতায় আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
ধৃত আসামী হচ্ছে, টেকনাফ সদর ইউনিয়ন ৫নং ওয়ার্ড মহেশখালীয়া পাড়ার নবী হোছন’র পুত্র নজরুল ইসলাম(৩৫)।
সে উক্ত মামলার চার্জসিট ভুক্ত ৫নং আসামী।
সত্যতা নিশ্চিত টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, ২২ অক্টোবর গভীর রাতে তার জন্মদাতা পিতা এবং এলাকাবাসীর সহযোগীতায় থানার কর্মরত এসআই মো. রফিকুল ইসলাম (রাফি)’র নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল মহেশখালীয়া পাড়া এলাকা থেকে দীর্ঘদিন পলাতক থাকা উক্ত ফাঁসির আসামীকে আটক করতে সক্ষম হয়। মামলা নং-৩৭০/২০১১, এসটি নং-২০৮২/২০১৮। পাশাপাশি পেনাল কোডের ৩০২ ধারায় মৃত্যু দন্ড প্রাপ্ত ফাঁসির আসামী।
ধৃত আসামীর পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য বিজ্ঞ আদালতে প্রেরন করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এদিকে আলোচিত শিশু হত্যাকান্ড শহীদ আলো হত্যার সাথে জড়িত ফাঁসির আসামী নজরুলকে আটক করতে সক্ষম হওয়ায় এলাকাবাসী ও থানা পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও শুকুরিয়া জ্ঞ্যাপন করেছেন নি:শ্পাপ শিশু আলোর পিতা জেলা বিএনপির অর্থ-সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আব্দুল্লাহ, চাচা টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-